বিদ্যালয়ের নিয়ম-কানুন

১। দৈনিক  এসেমব্লিতে যোগ দেওয়া।
২। বিদ্যালয়ের ড্রেস পরে নিয়মিত শ্রেণী কক্ষে উপস্থিত থাকা।
৩। বিনা অনুমতিতে বিদ্যালয় অনুপস্থিত থাকিলে নির্ধারিত জরিমানা পরিশোধ করা।
৪। শিক্ষকদের  সম্মান প্রদর্শন করা।
৫। শিক্ষকদের আদেশ ও উপদেশ পালন করা।
৬। মূল্যবান জিনিসপত্র  বিদ্যালয় না আনা।
৭। পোষাক পরিচ্ছদ পরিপাটি রাখা।
৮। শ্রেণী কক্ষে ব্যবহৃত স্ব স্ব জিনিসপত্র  রক্ষনাবেক্ষন করা।
৯। অন্যের ব্যবহৃত জিনিসপত্রের প্রতি লোভ না করা।
১০। সহপাঠীদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করা।