আপডেটঃ
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা -২০২৪ খ্রিঃ বন্ধের নোটিশ!!! এতদ্বারা তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা,এম এ খায়ের স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়,দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের” আবহাওয়া পূর্বাভাসের ” ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলার, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর,কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল ৪ মে ২০২৪ খ্রীঃ তারিখ বন্ধ থাকবে। তাই তাশুল্লা উচ্চ বিদ্যালয় এর সকল কার্যক্রম বন্ধ থাকবে। মোঃ আল-আমিন সহকারী প্রধান শিক্ষক তাশুল্লা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ,ঢাকা। ২০২৪ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী ১২ মে ২০২৪ ইং তারিখ ২০২৪ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি জ্ঞাপন করেছেন। তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের নতুন সরকারি প্রধান শিক্ষক হিসেবে গত ০৭/০৪/২০২৪ ইং তারিখে জনাব মোঃ আল-আমিন যোগদান করেন। যোগদান মুহূর্তে অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোঃ পলাশ চৌধুরী সাহেব, কমিটির অন্যান্য সকল সদস্য এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব স্বপন কুমার বসাক সহ সকল শিক্ষকগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। আগামী শনিবার (৪ মে) থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কক্ষে পাঠদান কার্যক্রম চলবে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন। এস.এস.সি মডেল টেস্ট -২০২4 শুরু ১৭/০১/২০২৪ খ্রিঃ ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচিঃ
প্রধান শিক্ষকের বাণী

এক বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হল শিক্ষা। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম,মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।

শিক্ষার ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতি। নিয়মিত বিভিন্ন ধরণের আধুনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত আছে। ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জন এবং ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সবাই একযোগে কাজ করে এ প্রতিষ্ঠানকে একটি সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।